×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশী গেমারদের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ পিএম

বাংলাদেশী গেমারদের জয়
বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে গিগাবাইটের পৃষ্ঠপোষকতায় ভারতে লড়তে যাওয়া বাংলাদেশী গেমাররা। তাঁরা এশিয়ার সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা ইন্ডিয়ান সাইবার গেমিং চ্যাম্পিয়নশিপ (আইসিজিসি) ২০১৮তে চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভারতের গোয়াতে এই বড় গেমের আসর বসে। এই গেমিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে গিগাবাইট অরোজ এর ব্যানারে ৬ জন করে মোট ১২ জন দুটি দলে বিভক্ত হয়ে ভারতের এই গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে. এবং সিএস বিডি এর দুইটি দল ভারতে অনুষ্ঠিত গেমিং প্রতিযোগিতায় ৬০টি টিম এর সাথে লড়াই করে শেষ চার এ জায়গা করে নেয়। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর গেমের চূড়ান্ত ফলাফলে নিজেদের দুদান্ত পারফর্মেন্স এর মাধ্যমে বিজয়ী হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জল করে. আইসিজিসি ২০১৮ গেমের বিজয়ীরা প্রায় ৮০ হাজার রুপি সম্মাননা পান। এবিষয়ে গিগাবাইট-এর কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান ম্যাঙ্গোটিভিকে বলেন, এশিয়ার সবচেয়ে বড় আয়োজন ইন্ডিয়ান সাইবার গেমিং চ্যাম্পিয়নশিপ-(আইসিজিসি) । যেখানে বাংলাদেশের তিনটি দল অংশগ্রহন করেছে। শুধু তাই নয় চ্যাম্পিয়ান হয়েছে। এটি গর্বের বিষয়। এদের আরো আরো সহযোগিতা করা গেলে, ই-স্পোর্সে দেশের নাম বিদেশে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, গিগাবাইট সেই প্রথম থেকেই গেমারদের পরিপূর্ণ সহযোগিতা করার চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় তাদের এই সাফল্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App