×

জাতীয়

বঙ্গবন্ধুর খুনির জামাতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ পিএম

বঙ্গবন্ধুর খুনির জামাতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামান (৪৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার তিন দিনের রিমান্ড শেষে ফুয়াদ জামানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) পার্থ প্রতীম ব্রহ্মচারী। ফুয়াদ জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. মকবুলুর রহমান। গত ১৩ সেপ্টেম্বর ফুয়াদ জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ আগস্ট মো. নাজমুল হাসান পিয়াস নামের এক ব্যক্তি ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App