×

জাতীয়

নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত ভোটার হওয়া ও স্থানান্তর চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩২ পিএম

নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত ভোটার হওয়া ও স্থানান্তর চলবে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে। একই সঙ্গে চলবে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম। নির্বাচন কমিশনের (ইসি) মাসিক সমন্বয় সভায় গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত নির্দেশনা কমিশনের মাঠপর্যায়ের অফিসকে পত্র দিয়ে জানিয়ে দেয়া হবে। তবে মাঠের চিত্র ভিন্ন। কোনো ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জানালে তাকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে ইসিতে অভিযোগ আসে, মাঠপর্যায়ে ভোটার স্থানান্তর ও যোগ্যদের ভোটার করার কার্যক্রম বন্ধ রয়েছে। গত জুন মাসে কমিশন থেকে নাকি এ সংক্রান্ত সিদ্ধান্ত পত্র দিয়ে মাঠ অফিসকে জানানো হয়। তবে, গত বৃহস্পতিবার সভায় ওই নির্দেশনা নিয়ে অলোচনার একপর্যায়ে থলের বিড়াল বেরিয়ে আসে। বলা হয়, কমিশন থেকে এ ধরনের কোনো নির্দেশনা জারি হয়নি। পরে স্থানান্তর এবং যোগ্যদের ভোটার করা সংক্রান্ত কার্যক্রম বন্ধ নেই, এ বিষয়টি পত্র দিয়ে জানানোর বিষয়ে একমত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে, সরকার পরিবর্তনের এ নির্বাচনের কার্যক্রমকে সুচারুভাবে শেষ করতে অতি প্রয়োজন না পড়লে সংশ্লিষ্ট ভোটারকে আপাতত নতুন ঠিকানায় না যেতে নিরুৎসাহিত করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কারণ ভোটার সিডি প্রস্তুত করার পর একজন ভোটার ওই এলাকা ত্যাগ করলে নতুন করে ঝামেলা তৈরি হয়, যা ভোটার গড়মিলের শামিল। সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় অনেকেই ভোটার এলাকা বদলের আবেদন জানাচ্ছেন। কিন্তু কমিশনের মাঠ কর্মকর্তারা ইসির ভুল নির্দেশনার কথা জানিয়ে বলছেন, ঠিকানা স্থানান্তর কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এ নিয়ে সারা দেশে সম্ভাব্য অনেক প্রার্থীর মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি কমিশনের নজরে এলে ইসির নীতি-নির্ধারকরা বিস্মিত হন। পরে কমিশনের মাসিক সমন্বয় সভায় স্পর্শকাতর বিবেচনায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটার স্থানান্তর চলবে। উল্লেখ্য, চলতি বছরের ৩১ অক্টোবর থেকে আগামী বছরের ২৮ জানুয়ারি মেয়াদকাল নির্বাচনকালীন সময়। সংবিধান অনুযায়ী সরকার দায়িত্ব নেয়ার পর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধ্যবাধকতা রয়েছে। আর ইসির সদিচ্ছা অনুযায়ী, আগামী ২৬ অথবা ২৭ ডিসেম্বর তারিখের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিধায় ইসিকে ১৫-১৮ নভেম্বরের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App