×

জাতীয়

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় দুই আসামি কারাগারে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৪ পিএম

নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আত্মসমর্পণের পর দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণি এই আদেশ দেন। এরা হলেন- আয়নুল কাদের নিপু ও জাহেদুর রহমান জাহেদ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, নিপু ও জাহেদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। তিনি বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন আজ মঙ্গলবার আদালতে জমা দেয়া হবে। সুদীপ্ত হত্যা মামলায় সদরঘাট থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। নিপু ও জাহেদসহ এই মামলার ১১ জন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছরের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তের বাবা সদরঘাট থানায় অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার কয়েকজন আসামির মধ্যে মোক্তার ও পাপ্পুর জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিপু ও জাহেদের সম্পৃক্ততা উঠে আসে। জানা গেছে, সুদীপ্ত হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সবাই নগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App