×

আন্তর্জাতিক

এবার ভুটানের 'মূল' নির্বাচনে দাঁড়াতে পারবে না ক্ষমতাসীনরা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৫ পিএম

এবার ভুটানের 'মূল' নির্বাচনে দাঁড়াতে পারবে না ক্ষমতাসীনরা
ভুটানে এবার 'মূল' নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সে দেশের ক্ষমতাসীন পিপলস্ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। কারণ, দলটি প্রথম দফার ভোটের ফলাফলে ছিটকে গেছে। সে দেশে সাধারণত দুই দফায় নির্বাচন হয়। প্রথম দফার ভোট হয় দলীয় ভিত্তিতে। সর্বোচ্চ ভোট পাওয়া প্রথম দু'দল পরে ৪৭ আসনে প্রার্থী দিয়ে 'মূল' নির্বাচন করে। দেশটির এবারের প্রথম দফার ভোটে লোকায়ে তেসিরিং-এর দল (ডিএনটি) সর্বোচ্চ ভোট পেয়েছে। ক্ষমতাসীন পিডিপি হেরে তৃতীয় হয়েছে। সে কারণে দ্বিতীয় দফার ভোটে অংশ নিতে পারছে না তারা। গত পার্লামেন্টের ৩২টি আসনই তারা হারাবে। এতদিন দেশটির পার্লামেন্টে দ্বিতীয় স্থানে থাকা জাতীয়তাবাদী ডিপিটি দল এবারও প্রথম দফা ভোটে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তাদের এখন পরবর্তী ভোটে লোকায়ে তেসিরিংয়ের দ্রুক নায়ামরূপ টোযোগপা (ডিএনটি)’র মুখোমুখি হতে হবে। আগামী ১৮ অক্টোবর সেই ভোট অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App