×

খেলা

সাসুউলোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩ পিএম

সাসুউলোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস
শত মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যোগ দেওয়ার পর গোল যেন সোনার হরিন হয়ে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। মুড়ি মুড়কির মতো গোল পাওয়া পর্তুগিজ এ সুপারস্টারকে এবার সিরি’আতে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩২০ মিনিট। সমালোচনাটাও চলছিল বিস্তর। অবশেষে সাসুউলোর বিপক্ষে এ অচলায়তন ভেঙেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। রোনালদোর গোল পাওয়ার দিনে সাসুউলোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। দলের জয়ে দুটি গোলই করেছেন মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো। আর তার গোলে জয়ের মধ্য দিয়ে সিরি’আতে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলটি। মৌসুমের শুরতে গোলখরা এবারই প্রথম নয় রোনালদোর। গতবার রিয়াল মাদ্রিদের জার্সিতেও গোল পেতে বেশ লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে তাকে।লা লিগায় গত মৌসুমে ৪ ম্যাচে লক্ষে ২৮টি শট নেওয়ার পর গোল আসে রোনালদোর। এবার জুভিদের হয়েও একই অবস্থা। ৪ ম্যাচে লক্ষ্য বরাবর সমান ২৮ শটের পর সিরি’আতে নিজের প্রথম গোলের দেখা পেলেন সিআর সেভেন। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও রোনালদো গোলের দেখা পান দ্বিতীয়ার্ধে। বিশ্রাম শেষে ম্যাচের ৫০ মিনিটে কাঙ্খিত গোলের উচ্ছ্বাসে মাতেন রোনালদো। এ সময় কর্ণার থেকে আসা বল লিওনার্দো বোনুচ্চির সহায়তায় আলতো ছোঁয়ায় সাসুউলোর জালে বল পাঠান রোনালদো। এরপর নিজের দ্বিতীয় গোলের জন্য খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি রোনালদোকে। ম্যাচের ৬৫ মিনিটে এমরে কানের বাড়ানো বল ডি বক্সে অসাধারণ এক কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল কাঁপান রোনালদো। ৭৩ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেলেও সাসুউলোর গোলরক্ষক তা নষ্ট করে দেন। ৮২ মিনিটেও আরো একটি সুযোগ পেয়ে বল জালে পাঠাতে পারেননি তিনি। ম্যাচের যোগ করা সময়ে সেনেগালের খুমা বাবাকারের গোলে একটি গোলের শোধ দেয় সাসুউলো। তবে শেষপর্যন্ত আর কোনো বিপদ না হওয়ায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App