×

খেলা

তামিমের এশিয়া কাপ শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৫ পিএম

তামিমের এশিয়া কাপ শেষ
ডান হাতের আঙুলে চোট নিয়ে এশিয়া কাপ খেলতে যান তামিম ইকবাল। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রান কোহলির। ১১ ম্যাচে ৬১৩ রান করেছেন তিনি। এশিয়া কাপে তামিমের রানসংখ্যা ১২ ম্যাচে ৫১৭। ব্যবধানটা মাত্র ৯৬ রানের। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই ম্যাচসহ সেমিফাইনালে ওঠার ভালো সুযোগ থাকায় কোহলিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে তামিমের। বাংলাদেশের এই ওপেনারের সাম্প্রতিক ফর্মও বেশ চাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সর্বশেষ তিনটি ওয়ানডে ম্যাচে তামিমের স্কোর ছিল ১৩০, ৫৪ ও ১০৩। এবার এশিয়া কাপে তামিমকে সুযোগটি করে দিয়েছেন কোহলি নিজেই টুর্নামেন্টে অংশ না নিয়ে। নিয়মিত অধিনায়ককে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ খেলছে ভারত। কোহলির অনুপস্থিতিতে তাই সুযোগটা পেয়ে যাচ্ছেন তামিম। তামিম শুধু একাই নন, বর্তমান খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ থাকছে শোয়েব মালিক আর মহেন্দ্র সিং ধোনিরও। গতকাল টাইগারদের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ওপেন করতে নামেন মারকুটে ওপেনার তামিম ইকবাল। এদিন সুরঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে চোট পান তামিম। লাকমলের লাফিয়ে উঠা বলটি পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে করতে পারেননি তিনি। সেটি গ্লাভসের ঠিক উপরে কবজিতে লাগে তামিমের। ফিজিও ছুটে আসেন মাঠে। কিন্তু তামিম আর ব্যাটিং করার জন্য উপযুক্ত হতে পারেননি। মাঠ ছাড়েন তখনই। শেষ পর্যন্ত মাঠ থেকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছে তাকে। হাতের ইনজুরির কারণে এশিয়াকাপে আর খেলা হচ্ছে না তামিমের। গতকাল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম ওভারেই লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বলে ২ উইকেট হারায় টাইগাররা। ফিরে যান ওপেনার লিটন কুমার দাস এবং ওয়ানডাউনে নামা সাকিব আল হাসান। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা যেন নিজেকে নতুন করে প্রকাশ করলেন তিনি। গতি আর সুইংয়ের আগুনে ঝলসে দিতে চাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। এ ক্ষেত্রে শুরুতেই তার সহজ শিকারে পরিণত লিটন আর সাকিব। মালিঙ্গার বল বুঝতেই পারেননি সাকিব। অফ স্ট্যাম্পের উপর ছিল বলটা। কিন্তু বলটি হঠাৎ সুইং করে ভেতরে প্রবেশ করে এবং সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। শুরুতেই এমন একটি ভালো বলের মুখোমুখি হতে হবে সাকিবকে, সেটা তিনি হয়তো কল্পনাই করতে পারেননি। সে সঙ্গে প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে বিদায় নিতে হলো বিশ্বসেরা এই অলরাউন্ডরকে। এ নিয়ে চার বছর পর এই প্রথম গোল্ডেন ডাকের মুখোমুখি হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে সর্বশেষ ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি, কোনো রান না করে। এক রানে দুই উইকেট হারিয়ে গতকাল দল যখন চরম বিপদে সে সময় ত্রাতা হয়ে আবিভূর্ত হন মুশফিক এবং মিঠুন। দলকে বড় পুঁজি সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন এ জুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App