×

জাতীয়

মিথ্যাচারের দরকার কী, যার সঙ্গে দেখা করেছে সেটা বললেই হয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭ পিএম

মিথ্যাচারের দরকার কী, যার সঙ্গে দেখা করেছে সেটা বললেই হয়

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতের কথা বলে নিউইয়র্ক গিয়ে বিএনপি নেতারা মূলত মিথ্যাচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এই যে একটা ভাওতাবাজি, ধোকাবাজি। মানুষের সাথে করা। এটা তো দেশের ভাবমূর্তি নষ্ট করা। মিথ্যাচারের দরকারটা কী। দেখা করায় তো আপত্তি নেই। আমরা তো বাধা দেই নাই।’

আজ শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখন নিউইয়র্কে। জাতিসংঘ মহাসচিবের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে দেখা করেছেন তারা। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তারা সেখানে গিয়েছেন। পরে এ বিষয়ে খোঁজ নিলে জাতিসংঘের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “বিএনপির অনুরোধেই তাদেরকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।” বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গত দুদিন ধরে নানা কথা বললেও এই প্রথম মুখ খুললেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুনলাম বিএনপির মহাসচিবকে জাতিসংঘের মহাসচিব ডেকে পাঠিয়েছে। সেখানে গেছে। তার সঙ্গে নাকি দেখাও করেছে, নিউজ দিল। অথচ দেখলাম, তিনি তখন ঘানায় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের অন্তোষ্টিক্রিয়ায় যোগদান করতে গেছেন। ঠিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিল তখন বিজেপি নেতার সাথে কথা বলা নিয়েও ওরকম একটা ভাওতাবাজি করেছিল। এটা তো দেশের ভাবমূর্তি নষ্ট করা।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা যে মিথ্যা কথা বলল, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের দাওয়াতে গেছে আর জাতিসংঘ থেকে একজন সহকারী সেক্রেটারি জেনারেল জানাল আমরা তো দাওয়াত করিনি উনারাই দেখা করতে চেয়েছেন। এতে বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় থাকলো?’

যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুনলাম তারা বিদেশে লবিস্ট রেখেছে, রাখতেই পারে। তাদের টাকা আছে তারা তো বিদেশে লবিস্ট রাখতেই পারে। তাদের কাছে এত টাকা এফবিআই অফিসার তারা কিনে ফেলল, জয়কে (প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়) কিডন্যাপ করে মেরে ফেলার জন্য। সেই পরিকল্পনা তারা করল, এটা ধরা পড়ল ওই আমেরিকাতেই।’

বিএনপির অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ‘দেশের কাজ নেই আর্ন্তজাতিক কাজ করে বেরাচ্ছে। এত টাকা বিদেশে আসে কোথা থেকে? সেটাও তো একটা প্রশ্ন। কাজেই বাংলাদেশের ভাবমূর্তি আমরা সারা দিনরাত খেটে যখন উপরে তুলি এদের কিছু মানুষের জন্য সেটা নষ্ট হয়। এরা নিজেদেরও সর্বনাশ করে, দেশেরও সর্বনাশ করে।’

প্রধানমন্ত্রী দেশবাসীকে এদের (বিএনপির) বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা দেশের সম্পদ নষ্ট করেছে, চুরি করে বিদেশে পাচার করেছে, এতিমের টাকা মেরেছে জনগণকে আমি বলব, এদের বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে হবে এবং সজাগ থাকতে হবে কারণ এরা দেশটাকে ধ্বংস করে দেবে।’

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসমর্থন কিন্তু আমাদেন ব্যাপক। মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের উন্নতি হয়। আপনারা দেখেছেন আইআরআই’র একটা গবেষণা। তাদের গবেষণায় বেরিয়েছে আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা সবচেয়ে উপরে।’

সভায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নতুন নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App