×

পুরনো খবর

বিকালের নাস্তায় পাঁপড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ পিএম

বিকালের নাস্তায় পাঁপড়
পড়ন্ত বিকেলে ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছেন ? নেমে পড়ুন কাজে। ঘরে বসে বানিয়ে ফেলুন সবার পছন্দের তেলে ভাজা পাপড়… উপকরণ ঃ ময়দা ২ কাপ, বেসন ২কাপ, সয়াবিন তেল, ২ গ্রাম কালোজিরা, ১ গ্রাম গোল মরিচের গুড়া, খাবার সোডা, লবণ, ফুড কালার.. প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে এর সঙ্গে পরিমাণমতো লবণ, কালিজিরা, খাওয়ার সোডা, বেসন ও খাবারের রং ভালোভাবে মেশাতে হবে. এবার এক হাঁড়ি পানি দিয়ে চুলা জ্বালাতে হবে. পানি ফুটে উঠলে হাঁড়ির ওপর একটা স্টিলের প্লেট বসিয়ে তাতে গোল এক চামচ মিশ্রণ ঢেলে দিয়ে প্লেটটি ঘুরিয়ে মিশ্রণটুকু পাপড়ের আকারে গোল করতে হবে. কিছুক্ষণ পর পাপড়টি ভাপে সেদ্ধ হলে নামিয়ে রোদে শুকাতে হবে. এরপর সেগুলো ভেজে টমেটো সালাদ দিয়ে পরিবেশন করুন…

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App