×

জাতীয়

হুমকির মুখে নুরুল্লাপুর গ্রামবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩ পিএম

হুমকির মুখে নুরুল্লাপুর গ্রামবাসী
লালপুর উপজেলার মধ্য দিয়ে প্রবহমান প্রমত্তা পদ্মা নদীর বাম তীরে ধস দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী নুরুল্লাপুর গ্রামের মানুষ। সরেজমিন দেখা যায়, নদী তীরবর্তী নুরুল্লাপুর আতাউরের আমতলা নামক স্থানে সিসি ব্লক দিয়ে নির্মিত তীর রক্ষা বাঁধ প্রায় ৩০০ গজ ধসে গেছে। নুরুল্লাপুর গ্রামবাসী জানান, গত কয়েক বছর আগে নির্মিত এই ব্লক পানি বাড়ার সঙ্গে সঙ্গে ধসে গেছে। পানি কমতে থাকলে তা বিরাট আকার ধারণ করবে। ফলে ওই এলাকার বাসিন্দারা ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয় নুরুল্লাপুর গ্রামের বাসিন্দারা নদী ভাঙন রক্ষায় বিশেষ প্রার্থনা করেন। এছাড়া স্থানীয়রা বাঁশ ও কাশফুল দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছেন। তারা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। পানি উন্নয়ন বোর্ডের নাটোরের নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার জানান, নুরুল্লাপুর পয়েন্টে ব্রক নদীতে ধসের খবর শুনেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেন, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App