×

তথ্যপ্রযুক্তি

আগামীকাল দেশের বাজারে আসছে ভিভোর নতুন ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৫ পিএম

আগামীকাল দেশের বাজারে আসছে ভিভোর নতুন ফোন
চীনের নতুন স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে তাদের নতুন দুটি স্মার্টফোন অবমুক্ত করতে যাচ্ছে। এটির মডেল ভিভো ১১, ভিভো প্রো। রাজধানীর একটি অভিজাত হোটেলে শুক্রবার (১৪সেপ্টেম্বর) ফোন দুটি উন্মোচন করবে ভিভো বাংলাদেশ। এদিকে প্রতি বছরই ভিভো এমন একটি ফোন বাজারে নিয়ে আসে যা ফোনপ্রেমীদের তাক লাগিয়ে দেয়। জানা গেছে, ভি ১১ এ থাকছে ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং দুটি রিয়ার ক্যামেরা। মোট তিনটি ক্যামেরা। ভি১১ প্রো-তে আরো রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং ও হেলো ফুলভিউ ডিসপ্লে।   ভি১১ ফোনগুলোতে থাকছে ফাস্ট চার্জিং টেকনোলজি। নামের সাথে সাদৃশ্য রেখে ফাস্ট চার্জিং টেকনোলজি বর্তমান টেকনোলজির তুলনায় দ্বিগুণ দ্রুত ব্যাটারি চার্জ করতে সক্ষম। ধারণা করা হচ্ছে ভি১১ ফোনটি বাজারে ২৮,০০০ টাকার একটি দারুণ রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। এটিতে থাকবে ১৯:৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৪১ ইঞ্চির ডিসপ্লে। এর সাথে থাকবে সম্পুর্ণ এএমওএলইডি এর সঙ্গে এইচডি প্লাস রেজুলিশন, যার রেজুলেশন হবে ১০৮০ × ২৩৪০ পিক্সেল। ছবি তোলার জন্য ভিভো ভি১১ প্রো’তে থাকবে একটি ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। আর, সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে ২৫ মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ক্যামেরা। বিশাল ডিসপ্লের এই ফোনের চার্জ যোগাতে ৩,৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই ব্যাটারী দ্রুত চার্জিং টেকনোলজি থাকাতে অল্প সময়ের চার্জে অধিক সময় টকটাইম পাওয়া যাবে। ডুয়াল সিম ভিভো ভি১১ প্রো তে চলবে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম। দাম ও আরো বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App