×

আন্তর্জাতিক

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে : জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে : জাতিসংঘ
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছর বিশ্বের ৯ জনের একজনই প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। ক্ষুধার্ত মানুষের এ চিত্র তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে আরো বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ১৫ কোটির দৈহিক স্বাভাবিক বিকাশ আটকে আছে পুষ্টিহীনতায়। এই সংখ্যা বিশ্বের মোট শিশুর ২২ শতাংশ। গবেষকরা বলছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে গেছে বন্যা, তাপদাহ, ঝড়, খরা। প্রতিকূল আবহাওয়া ক্ষুধা মেটানোর শস্য উৎপাদনকে ব্যাহত করছে। এই সঙ্কট থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সম্মিলিতভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App