×

খেলা

ব্যাংকার্স কাপ ক্রিকেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১২ পিএম

ব্যাংকার্স কাপ ক্রিকেট
খেলা প্রতিবেদক : শুধু সরাসরি ব্যাংকিং পেশায় সম্পৃক্তদের নিয়ে আগামী অক্টোবরে মাঠে গড়াচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাংকিং পেশাজীবীদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১২ অক্টোবর। টুর্নামেন্টে অংশ নেবে ১২টি ব্যাংক। ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ পর্ব হবে সিঙ্গেল লিগ পদ্ধতির। গ্রæপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সেরা ৪ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো। ভেন্যুগুলো হলো- গুলশান ইয়ুথ ক্লাব মাঠ ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ২টি মাঠ। গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। আয়োজকরা জানিয়েছেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেডসহ দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংক ইতোমধ্যে টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং ব্যাংকার সাদউল্লাহ। টুর্নামেন্ট বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ব্যাংকার্স কাপ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটারদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেলে পরবর্তীতে পেশা নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App