×

খেলা

আর্জেন্টিনা-ব্রাজিল ফের মাঠে নামছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৫ পিএম

আর্জেন্টিনা-ব্রাজিল ফের মাঠে নামছে
গত শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুবারের বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে মেসিবিহীন আর্জেন্টিনা গুয়েতেমালাকে হারিয়েছিল ৩-০ গোলে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল নেইমারের ব্রাজিল। বুধবার আবারো মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার ব্রাজিলের প্রতিপক্ষ এল সালভাদর ও আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৬টায়। অন্যদিকে ম্যারিল্যান্ডের ফেডএক্সফিল্ড স্টেডিয়ামে ব্রাজিল ও এল সালভাদরের মধ্যকার ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৭টায়। লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন ও সার্জিও আগুয়েরোর মতো অভিজ্ঞ ফুটবলাররা আর্জেন্টিনার হয়ে গত শনিবার গুয়েতেমালার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিতে খেলেননি। অবশ্য তাদের না খেলার কথাটা আগে থেকেই জানা ছিল। কেননা তাদের বাদ দিয়েই গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কোলানি। সে হিসেবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও খেলবেন না মেসি, হিগুয়েন, আগুয়েরোরা। অবশ্য তাদের অনুপস্থিতিতে গুয়েতেমালার বিপক্ষে দুর্দান্ত খেলেছে স্কোলানির শিষ্যরা। ফলস্বরূপ ম্যাচটিতে ৩-০ গোলের বড় জয় পেয়েছে তারা। অন্যদিকে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ব্রাজিল গত শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচটিতে গোল পেয়েছেন নেইমার ও ফিরমিনো। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই এল সালভাদরের বিপক্ষে খেলতে নামবে তিতের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App