×

তথ্যপ্রযুক্তি

ফ্ল্যাগশিপ তৈরিতে ঝোঁক এইচটিসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৭ পিএম

ফ্ল্যাগশিপ তৈরিতে ঝোঁক এইচটিসির
বিগত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। তাদের আয় কমেছে অন্তত ৯৭ শতাংশ। এরপরও, নতুন ফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। নতুন উদ্যোমে তারা স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর সমৃদ্ধ এবং ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে এমন ফোন নিয়ে কাজ শুরু করছে। নতুন এক তথ্যে পাওয়া গেছে, এইচটিসি কোয়ালকমের কাছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের স্যাম্পল চেয়েছে। যেহেতু প্রসেসরটি ৫জি নেটওয়ার্ক সমর্থন করে, তাই ধারণা করা হচ্ছে, এইচটিসির ফোনেও থাকবে ৫জি ব্যবহারের সুবিধা। এদিকে, তাইওয়ানের কোম্পানিটি এ বছর আয় করেছে মাত্র ৩০ কোটি ৮০ লাখ ইউয়ান, যা ২০০৩ সালের পর এবারই সর্বনিম্ন। মন্দা কাটিয়ে উঠতে তারা প্রায় দেড় হাজার কর্মীও ছাঁটাই করেছে। গত বছরের সেপ্টেম্বরে এইচটিসির ফোন তৈরি শাখার সিংহভাগ ১১০ কোটি ডলারে কিনে নেয়ার চুক্তি করেছিল গুগল। যেটুকু বাকি আছে তা দিয়েই তারা নতুন ফোন আনতে যাচ্ছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App