×

খেলা

ফিফপ্রো বিশ্ব একাদশের জন্য মনোনয়ন পেলেন যারা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ পিএম

ফিফপ্রো বিশ্ব একাদশের জন্য মনোনয়ন পেলেন যারা
ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ নির্বাচন করতে ৫৫ জন ফুটবলারের তালিকা ঘোষণা করা হয়েছে। গত মৌসুমের সেরা একাদশের জন্য মনোনীতরা নির্বাচিত হয়েছেন ৬৫ দেশের ২৫০০০ ফুটবলারের ভোটে। টানা এগারো বছরের মতো ফরোয়ার্ডদের ১৫ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গ্যারেথ বেল, সার্জিও আগুয়েরো, অ্যালেক্সিস সানচেজ সেখানে জায়গা পাননি। গত ১২ বছরে এই প্রথম ফরোয়ার্ডদের তালিকায় জায়গা হয়নি সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের। গত মৌসুমে জুভেন্টাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করা গঞ্জালো হিগুয়াইনও তালিকায় নেই। প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। পাঁচ বছর পর তালিকায় ফিরেছেন জুভেন্টাসের মারিও মানজুকিচ। মিডফিল্ডারদের ১৫ জনের তালিকায় জায়গা হয়নি আর্সেনালের মেসুত ওজিল ও বায়ার্ন মিউনিখজের থিয়াগো আলকান্তারার। ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা ও নেমানিয়া মাটিচ তালিকায় আছেন। আছেন গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে জাপানের ভিসেল কোবেতে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তাও। এসি মিলানের লিওনার্দো বোনুচ্চি ডিফেন্ডারদের ২০ জনের তালিকায় জায়গা পাননি। এ তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আটজন। গোলরক্ষকদের পাঁচজনের তালিকায় আছেন এ মৌসুমে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যাওয়া জিয়ানলুইজি বুফন, চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো থিবো কোর্তোয়া, ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া, রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সর্বোচ্চ ভোটে একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও ফরোয়ার্ড নিয়ে ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ নির্বাচন করা হবে। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই একাদশ ঘোষণা করা হবে। ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের জন্য মনোনয়ন পাওয়া ৫৫ জন : গোলরক্ষক জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস/পিএসজি), থিবো কোর্তোয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা)। ডিফেন্ডার জরদি আলবা (বার্সেলোনা), দানি আলভেজ (পিএসজি), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), জর্জো কিয়েলিনি (জুভেন্টাস), ভার্জিল ভ্যান ডাইক (সাউদাম্পটন/লিভারপুল), গিয়েগো গডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ), ম্যাটস হামেলস (বায়ার্ন মিউনিখ), জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেয়ান লভরেন (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ইয়েরি মিনা (বার্সেলোনা/এভারটন), বেঞ্জামিন পাভার্ড (স্টুর্টগার্ট), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (পিএসজি), কিয়েরান ট্রিপিয়ান (টটেনহাম), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), সিমে ভ্রাসালকো (অ্যাটলেটিকো মাদ্রিদ/ ইন্টার মিলান), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)। মিডফিল্ডার সার্জিও বুসকেটস (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা/ভিসেল কোবে), ইসকো (রিয়াল মাদ্রিদ), এনগোলো কান্তে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), নেমানিয়া মাটিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), ইভান রাকিটিচ (বার্সেলোনা), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), আরতুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা)। ফরোয়ার্ড করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), এডিনসন কাভানি (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), আঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), হ্যারি কেন (টটেনহাম), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ), রোমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড), মারিও মানজুকিচ (জুভেন্টাস), সাদিও মানে (লিভারপুল), কিলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), লুইস সুয়ারেজ (বার্সেলোনা)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App