×

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের হামলায় ৫৭ সেনা-পুলিশ নিহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ পিএম

আফগানিস্তানে তালেবানের হামলায় ৫৭ সেনা-পুলিশ নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তালেবানদের পৃথক কয়েকটি হামলার ঘটনায় কমপক্ষে ৫৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। রবিবার মাঝ রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব হামলা চালানো হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এ খবর নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। কুন্দুজ প্রদেশের পুলিশ কমান্ডার মোল্লা আখতার কাকর জানান, রবিবার মধ্য রাতের পর প্রদেশের দাশত-ই-আরচি জেলায় ছয়টি চেকপয়েন্টে তালেবানের হামলায় সাত পুলিশ কর্মকর্তা ও ১৩ সেনা নিহত হয়েছেন। অন্যান্য কর্মকর্তারা কুন্দজ প্রদেশে সহিংসতা নিশ্চিত করে ভিন্ন পরিসংখ্যান দিয়েছেন। জেলা গভর্নর নাসরুদ্দিন সাদি নিহতদের সংখ্যা ১৯ এবং অতিরিক্ত ২২ জন কর্মকর্তা ও সেনা আহত হয়েছেন বলে মন্তব্য করেছেন। উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত স্থানে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা সামানগান প্রদেশে ১৪ জন পুলিশ কর্মকর্তা ও মিলিশিয়া এবং সার-ই-পুল প্রদেশে ১৭ জন পুলিশ কর্মকর্তা ও সেনা নিহত হয়েছে। এরপর তালেবানদের টার্গেট ছিল জাওজান প্রদেশ। প্রদেশটির পুলিশ প্রধান ফকির মুহাম্মাদ জাওয়ানি জানিয়েছেন, খামিয়াব জেলার সেনা সদরদপ্তরে তালেবানরা হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়ে এবং হামলার মুখে বাকি সেনারা পার্শ্ববর্তী জেলা পুলিশ সদরদপ্তরে আশ্রয় নেয়। তালেবানের সোমবারের এই চারটি হামলার ঘটনা সরকারি বাহিনীর জন্য বিশাল হুমকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App