×

আন্তর্জাতিক

ভারতজুড়ে ‘বনধ’-এর ডাক কংগ্রেস ও বামদলগুলোর

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ পিএম

ভারতজুড়ে ‘বনধ’-এর ডাক কংগ্রেস ও বামদলগুলোর
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারতজুড়ে 'বনধ'-এর ডাক দিয়েছে বিরোধীদল কংগ্রেসসহ বামদলগুলো। রাজনৈতিক দলগুলোর দাবি, অবিলম্বে ভারতে জ্বালানি তেলের মূল্য হ্রাস করতে হবে। পাশাপাশি কমাতে হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কংগ্রেস, বামদল ছাড়াও ওইদিন আলাদাভাবে বনধ ডেকেছে বিভিন্ন মাওবাদী কমিউনিস্ট পার্টিও। তৃণমূল কংগ্রেস বলছে, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোলা এ ইস্যুর প্রতি তাদের সমর্থন রয়েছে। আর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদই নয়, তারা প্রখ্যাত লেখক-কবি বারবারা রাওসহ বিশিষ্টজনদের গ্রেফতারেরও প্রতিবাদ জানাবেন। কলকাতায় বর্তমানে পেট্রোল ৮২ দশমিক ৮৮ ও ডিজেল ৭৪ দশমিক ৯২ রুপিতে বিক্রি হচ্ছে। এছাড়া দিল্লিতে পেট্রোল ৭৯ দশমিক ৯৯ রুপি এবং ডিজেল ৭২ দশমিক ৭ রুপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App