×

জাতীয়

বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত ছিল, ভবিষ্যতেও থাকবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৯ পিএম

বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত ছিল, ভবিষ্যতেও থাকবে

ফাইল ছবি

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘ভবিষ্যতেও একই ভাবে পাশে থাকবে।’

আজ রবিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্র নাথ কলেজে এক সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা এ কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈনিকরা একসাথে যুদ্ধ করেছিল। একইসাথে প্রাণ দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী সু-সম্পর্কের যে বীজ বপন করেছিলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সে সম্পর্ক অটুট রয়েছে। ভারত সুময়ে-দুঃসময়ে বাংলাদেশের জনগনের পাশে থাকবে।’

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, শের-ই-বাংলা ফাউন্ডেশনের সভাপতি ফাইয়াজুল হক রাজু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, উপাধ্যক্ষ সঞ্জিব কুমার হালদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন— হাই কমিশনারের সফরসঙ্গী ভারতীয় দুতাবাসের ফাস্ট সেক্রেটারি রাজেশ উকে, নবনিতা চক্রবর্তী, স্বরূপকাঠির ইউএনও আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) কাজী শাহ নেওয়াজ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App