×

জাতীয়

নূর চৌধুরীকে ফেরত পাঠানোর চিঠি গুরুত্বের সঙ্গে নিয়েছে কানাডা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩১ পিএম

নূর চৌধুরীকে ফেরত পাঠানোর চিঠি গুরুত্বের সঙ্গে নিয়েছে কানাডা
কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়েছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।
দলের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন ও নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিন স্বাক্ষরিত এই চিঠির ফরমাল জবাব দেয়া হয়েছে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
জবাব দিয়েছেন এক্সিকিউটিভ করেসপন্ডেন্স অফিসার এম ব্রেডসন। ইমেইলে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ কর্তৃক প্রেরিত মেইলটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ মন্ত্রী আহমেদ হোসেনের কাছে বিবেচনার জন্য প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App