×

জাতীয়

চট্টগ্রাম মেডিকেল কলেজে বোনস লাইব্রেরি উদ্বোধন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২২ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজে আজ প্রতিষ্ঠা করা হয়েছে ‘বোনস লাইব্রেরি’। কলেজ ক্যাম্পাসের নতুন ভবনে স্থাপিত এই লাইব্রেরিতে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের হাড় সংরক্ষণ করা হয়েছে। ডা. মনসুর খলিলের নামানুসারে বোনস লাইব্রেরির নামকরণ করা হয়। আজ দুপুরে চমেক হাসপাতাল পরিচালনা পর্যদ সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি প্রধান লাইব্রেরির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইনডোর রুম সংস্কার কার্যক্রম এবং ‘স্মৃতিতে স্বাধীনতা গ্যালারি’ শীর্ষক শিক্ষার্থীদের কমন রুম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগের সম্মিলিত প্রচেষ্টায় লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল এই উদ্যোগ অন্য সব বিশ্ববিদ্যালয়ের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম কোনো বোনস লাইব্রেরি। এর উত্তরোত্তর সমৃদ্ধিকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সিটি মেয়র। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি ডা. সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জমিউর রহমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাত রানা বক্তব্য রাখেন। এ সময় মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App