×

জাতীয়

কাউনিয়ায় আপদকালীন ভাসমান বীজতলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৯ পিএম

কাউনিয়ায় আপদকালীন ভাসমান বীজতলা
কাউনিয়া উপজেলায় আপদকালীন চারা উৎপাদনের লক্ষ্যে ভাসমান বীজতলা কৃষকের মাঝে আশা জাগিয়েছে। বন্যার আগাম সতর্কীকরণ বার্তা হিসেবে এ ভাসমান বীজতলা তৈরি করা হয়। সরেজমিন উপজেলার বিভিন্ন জলাশয় ঘুরে দেখা গেছে, শহীদবাগ গুলশান মোড়, বালাপাড়া নিজপাড়ায় আরকে রোডের খালে, টেপামধুপুর রাজিব লালমসজিদ ও কুর্শা বিজলেরঘুন্টি রামচন্দ্রপুরে ভাসমান বীজতলা তৈরি করা হয়। কাউনিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, ইতোমধ্যে কাউনিয়ায় কয়েকটি জলাশয়ে বেশকিছু বেডে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। যা বন্যা পরবর্তী সময়ে কৃষকের কাজে লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App