×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্রের বদলে ফুল!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৫ পিএম

উত্তর কোরিয়ার কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্রের বদলে ফুল!
প্রথমবার জাতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রদর্শন বন্ধ রাখলো উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। রবিবার পিয়ইয়ংয়ে দেশটি ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কুচকাওয়াজে কেবল পদাতিক সমরাস্ত্র ও ট্যাংক প্রদর্শন করা হয়। সঙ্গে ছিল বিপুল সংখ্যক ফুল হাতে নারীদের দৃষ্টিনন্দন নৃত্য, শারিরীক কসরত। বিবিসি। অনুষ্ঠানে চীনের সঙ্গে বন্ধুত্বের প্রতীক হিসেবে চীনা রাষ্ট্রদূতের হাত উচিয়ে ধরেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। পরে তারা উভয়ে জনতার উদ্দেশ্যে ‘স্যালুট’ দেন। আলোচিত আন্তমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্রের কারণেই বেশিরভাগ অবরোধের মুখে পড়েছিল উত্তর কোরিয়া। চলতি বছরের ১২ জুন পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে একমত হন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তিতে আসতে পারেনি উভয় পক্ষ। নিয়মিত শান্তি আলোচনা চলছে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও। ১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। এর তিন বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে কোরীয় উপদ্বীপ দুই ভাগ করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App