×

জাতীয়

পার্টিকে ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা: এরশাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫১ পিএম

পার্টিকে ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা: এরশাদ

মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নেতাকর্মীদের কাছে তিনি বলেছেন, ‘পার্টিকে ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা। তোমরা নেতাকর্মীরা আমার মৃত্যুর আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দিবা। এটাই আমার শেষ ইচ্ছা।’

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেছেন।

এরশাদ বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ, আর পেছনে ফেরার সময় নেই।’

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে জয় নিশ্চিত করতে হলে প্রতিটি জেলা, থানা ও ইউনিয়নে অতি দ্রুত সফল কমিটি ঘোষণা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে গুম, খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অশান্তি থেকে মুক্তি পেতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।’

তৃণমূল নেতাদের উদ্দেশে যৌথ সভার সমাপনী বক্তব্যে এরশাদ বলেন, ‘তোমাদের (তৃণমূল) কাছে আমার একটাই চাওয়া- পার্টিকে ক্ষমতায় নাও। নিজেদের মধ্যে ঐক্য জোরালো করে মানুষের কাছে ছুটে যাও। আমাদের শাসন আমলের কথা সবার কাছে পৌঁছে দাও।’

সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করেছেন কয়েকটি জেলার নেতারা। তারা বলেছেন, কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান এরশাদ।

এই সভায় আরও উপস্থিত ছিলেন- দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App