×

বিনোদন

অপর্ণার ছুটে চলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

অপর্ণার ছুটে চলা
চট্টগ্রামের মেয়ে অপর্ণা ঘোষ। ছোটবেলা থেকেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত। মূলত বাবাকে অনুসরণ করেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অপর্ণার বাবা অলোক ঘোষ চট্টগ্রামের অন্যতম থিয়েটার শিল্পী। তবে অপর্ণার শোবিজ অঙ্গনে পথচলা শুরু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এই রিয়েলিটি শোর পর অপর্ণাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অপর্ণা বলেন, ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার একটি নাটকে অভিনয় করতে হয়েছিল। তখন আমি খুব নার্ভাস ছিলাম। ভয়ে আমার হাত-পা কেঁপেছিল। মঞ্চে অভিনয় করলেও ক্যামেরার সামনে এটিই ছিল প্রথম কাজ।’ অপর্ণা অভিনীত প্রথম সিনেমা ছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর এক দশকের অভিনয় যাত্রায় অসংখ্য টিভি নাটক, বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হয়েছেন। সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অভিনেত্রী মনে করেন, খুব বেশি নাটকে কাজ করার তাগিদ নেই, মানসম্পন্ন কাজটাই করতে চান তিনি। ব্যতিক্রমী গল্প এবং চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করেন। অপর্ণা কাজের সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তাই নাটক কিংবা সিনেমায় কাজ করার ক্ষেত্রে তিনি ভালো চিত্রনাট্যকে প্রাধান্য দেন। এবার নতুন রূপে হাজির হবেন অপর্ণা। চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘কৃষ্ণকলির আত্মত্যাগ’। নাটকটির রচয়িতা ইউসুফ বাশার। পরিচালনা করেছেন শ্রাবণ চক্রবর্তী দিপু। স¤প্রতি মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে নির্মাতা শ্রাবণ চক্রবর্তী জানিয়েছেন। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা। ‘কৃষ্ণকলির আত্মত্যাগ’ নামের এ নাটকে অপর্ণার বিপরীতে প্রতুল জোয়াদ্দারের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘নাটকটির গল্প ভীষণ সুন্দর। এটি গতানুগতিক গল্পের বাইরের চমৎকার একটি গল্প। নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’ শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে ‘কৃষ্ণকলির আত্মত্যাগ’ প্রচারিত হবে। এদিকে গত ঈদুল আজহায় অপর্ণা অভিনীত ‘আমার নাম মানুষ’ ও ‘আগলে রেখো প্রেম’ নাটক দুটো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদের প্রায় চার শতাধিক নাটক-টেলিছবির মধ্যে ‘আমার নাম মানুষ’ নাটকটিকে সেরা কাজ বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্যও করেছেন। তবে প্রশংসায় গা ভাসান না অপর্ণা। তিনি কাজই করে যাচ্ছেন। অপর্ণা বলেন, ‘ভালো কাজের মধ্যেই মানুষ বেঁচে থাকে। ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অপর্ণা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অপর্ণা অভিনীত ইমরাউল রাফাত পরিচালিত ‘সিনেমাটিক’, আরবি প্রীতম পরিচালিত ‘সেমি কর্পোরেট’ এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘গোল্ডেন ভাই’ তিনটি ভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। অপর্ণা অভিনীত সর্বশেষ আলোচিত চলচ্চিত্র হলো ‘ভুবন মাঝি’। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ওপর নির্মিত। ‘ভুবন মাঝি’ সিনেমায় অপর্ণা সহশিল্পী হিসেবে অভিনয় করেন কলকাতার নায়ক পরমব্রত। এই অভিনেত্রী টিভি পর্দায় ক্যারিয়ার শুরুর আগে রেডিওতে শ্রæতি নাটকে অভিনয় করেছেন। চট্টগ্রামে একটি রেডিও নাটকে অভিনয় করে ৩০০ টাকার চেক পেয়েছিলেন। এটা ছিল তার জীবনের প্রথম পারিশ্রমিক। অপর্ণা বলেন, ‘তখন আমি কলেজে পড়তাম। টাকাটা পেয়ে বাবা-মাকে দিয়েছিলাম। বাবা সুভ্যিনির হিসেবে সেই ৩০০ টাকার চেক রেখে দিয়েছিলেন। এখনো সেটা আছে। আর লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ষষ্ঠতে ছিলাম আমি। প্রতিযোগিতা শেষে ৫০ হাজার টাকা পেয়েছিলাম। এই টাকাও মা-বাবাকে দিয়েছিলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App