×

শিক্ষা

প্রথমবর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রথমবর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা আগামীকাল শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হবে। এ পরীক্ষা ৮ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, এ বছর মোট ৭৯৮টি কলেজের ২৭৬টি কেন্দ্রে সারা দেশে প্রায় ৪ লাখ ৩১ হাজার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জরুরি যেকোনো সমস্যা সমাধানে ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৯ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App