×

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের মজুরি ১৬ হাজারের দাবিতে কনভেনশন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ পিএম

গার্মেন্টস শ্রমিকদের মজুরি ১৬ হাজারের দাবিতে কনভেনশন
গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবিতে জাতীয় কনভেনশন করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ কনভেনশনের আয়োজন করা হয়। কনভেনশনে বক্তারা বলেন, ২০১৩ সালে সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি করেছিল ৫৩০০ টাকা। ৫ বছর পরে মালিক পক্ষের ৬৩৬০ টাকার প্রস্তাব শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও তামাশা ছাড়া আর কিছু নয়। তারা বলেন, ‘একজন শ্রমিকের মজুরি হওয়া উচিত ২৮ হাজার ৬২০ টাকা কিন্তু আমরা ১০ হাজার বেসিকসহ মোট ১৬ হাজার টাকা দাবি করছি, যা অত্যন্ত ন্যায্য একটি দাবি।’ চলতি সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে অক্টোবর মাস থেকে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের সভাপতি তাছলিমা আক্তার, মাহবুর রহমান ঈসমাইল, মোশরেফা মিশুসহ গার্মেন্টস শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App