×

জাতীয়

ইসলামপুরে যমুনার ভাঙনে ঘরবাড়ি বিলীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ পিএম

ইসলামপুরে যমুনার ভাঙনে ঘরবাড়ি বিলীন
জামালপুর জেলার ইসলামপুরে যমুনায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া, বরুল ও শীলদহ গ্রামে প্রায় সাড়ে ৩ শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। নদীভাঙনে ভিটামাটি হারিয়ে ৩ গ্রামের কয়েকশ পরিবার মানবেতর জীবনযাপন করছে। জানা গেছে, যমুনার পশ্চিমপাড়ে বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ওই গ্রামের দেড় শতাধিক পবিরার ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে। এ ছাড়া মন্নিয়া ও বরুল গ্রামের ২ শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ায় অসহায় পরিবারগুলো গৃহপালিত প্রাণীসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে চরম কষ্টের মধ্যে রয়েছে। বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, এ বছর বন্যা মৌসুমে বেলগাছা ইউনিয়নের ৩টি গ্রামের সাড়ে ৩ শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। এ পর্যন্ত তারা সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা পায়নি। এ ব্যাপারে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, চেয়ারম্যান মৌখিকভাবে নদীভাঙনের সংবাদ জানালেও ক্ষতিগ্রস্তদের তালিকা দাখিল করেননি। তালিকা পেলে ক্ষতিগ্রস্ত পরিবারদের ঢেউটিনসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App