×

আন্তর্জাতিক

যুদ্ধকে ইরান পর্যন্ত নিয়ে যেতে চায় সৌদি : হিজবুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২১ পিএম

যুদ্ধকে ইরান পর্যন্ত নিয়ে যেতে চায় সৌদি : হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যত ষড়যন্ত্র করেছিল তার সবই ব্যর্থ হয়েছে।

হাসান নাসরুল্লাহ গতকাল বুধবার আরও বলেছেন, শিয়া মুসলমানদের হত্যার জন্য ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে অস্থিতিশীল করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গণহত্যা চালানোর জন্য তারা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছিল কিন্তু সন্ত্রাসীরা পরাজিত হয়েছে।

মার্কিন মদদে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক আগ্রাসনকে হিজবুল্লাহ নেতা শিয়া মুসলমানদের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি আরব ইয়েমেনের ঘটনাকে শিয়া-সুন্নির যুদ্ধ বলে চালিয়ে দিতে চেয়েছিল কিন্তু প্রতিরোধের মুখে তাদের সে কৌশলও ব্যর্থ হয়েছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে এসব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে আমেরিকা, ইসরায়েল ও তাদের করদ রাজ্যগুলো বিশেষ করে সৌদি আরব এখন নিষেধাজ্ঞা আরোপ ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইরানের ভেতরে যুদ্ধ নিয়ে যেতে চাইছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App