×

খেলা

জাতীয় দলের স্পন্সর ইউনিলিভার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬ পিএম

জাতীয় দলের স্পন্সর ইউনিলিভার
২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। বৃহস্পতিবার বিসিবির চুক্তি করেছেইউনিলিভার বাংলাদেশ। মেয়াদের আগেই বিসিবির সঙ্গে চুক্তি ছিন্ন করেছে রবি। বিসিবির চাওয়া ছিল শুধু এশিয়া কাপ কিংবা দীর্ঘমেয়াদী স্পন্সর। দীর্ঘমেয়াদের জন্য না হলেও ইউনিলিভারকে পাঁচ মাসের জন্য পাশে পেয়েছে বিসিবি। বাংলাদেশের ছেলে ও মেয়েদের জাতীয় দল, ছেলেদের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দল থাকবে ইউনিলিভারের এই চুক্তির আওতায়। দুপুরে চুক্তি হলেও সকালেই ইউনিলিভারের পণ্য লাইফবয়ের লোগোসহ জার্সি ও ক্যাপ পরে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। ইউনিলিভারকে ধন্যবাদ জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আন্তর্জাতিকভাবে ইউনিলিভার একটি সুপরিচিত ব্র্যান্ড। তাদের সুনামও বেশ ভালো। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পাশে থাকায় বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।’ ক্রীড়াক্ষেত্রে এর আগেও ইউনিলিভার যুক্ত হয়েছে। গত বছর বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের অন্যতম স্পন্সর ছিল প্রতিষ্ঠানটি। এছাড়া তাদের আয়োজনে সারাদেশে অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের ক্লেমন অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App