×

খেলা

পাকিস্তান বধ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:২২ পিএম

পাকিস্তান বধ আজ
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করা জেমি ডের শিষ্যরা আজ পাকিস্তান বধে মরিয়া। তপু এবং সুফিলের গোলে ভুটানকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ভুটানের বিপক্ষে ১০-১৫ হাজার দর্শকের উপস্থিতিই প্রমাণ করে দেয়, বাংলাদেশের ফুটবল ফের একবার প্রাণ ফিরে পেয়েছে। ভাঙা গ্যালারিকে উপেক্ষ করে প্রিয় দলের খেলা দেখার জন্য আসতে ভুল করেননি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। তবে স্টেডিয়ামের বাইরে টিকেট কাউন্টার না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে টিকেট প্রত্যাশীদের। কাউন্টার না থাকায় মূল্যের অধিক পরিমাণ অর্থ দিয়ে তাদের টিকেট ক্রয় করতে হয়েছে। শুধু তাই নয়, টিকেট পেতেও ভোগান্তিতে পড়তে হয়েছে। কিন্তু তাতেও দমে যাননি সমর্থকরা, আর দমে যাবেনও না। জামাল-তপু-বিপ্লুদের সমর্থন দিতে আজ ফের সমর্থকরা ভিড় জমাবেন স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। বিটিভি এবং চ্যানেল নাইন খেলাটি সরাসরি সম্প্রচার করবে। দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট তৃতীয়বারের মতো এবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ২০০৩ সালে প্রথমবারের মতো আয়োজক দেশ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। আর সেবারই বাজিমাত করেন লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেন। ২০০৯ সালে দ্বিতীয়বার বাংলাদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে সেবার সেমিফাইনালেই বিদায় নিতে। কিন্তু এবার শিরোপা না জিতে বিদায় নিতে প্রস্তুত নন কোচ জেমি ডে। তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশের ফুটবলাররা। এশিয়াডে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার গৌরব অর্জন করেন জামাল ভূঁইয়ারা। আর সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়েছে। ভুটানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ কোচ বেশ উচ্ছ¡সিত হয়ে বলেন, ছেলেরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছিল। সাফের প্রথম ম্যাচে তারা লড়াই করে জিতেছে। সঠিক সময়ে জয় এসেছে। আমরা যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছি। আমি যেমনটি চেয়েছিলাম, দল সেভাবেই খেলেছে। আগের চেয়ে দলের পারফরমেন্স ভালো হয়েছে। আমি এই জয়ে বেশ খুশি। পাকিস্তানের বিপক্ষেও জিতব বলে আশা করছি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ পাকিস্তান। তিন বছর পর ফুটবলে ফিরেছে পাক ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে সাদ্দাম হোসেন বাহিনী। অতিরিক্ত মিনিটের খেলায় দলের হয়ে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ রেজা আলী নাজারি। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৪তম স্থানে রয়েছে জেমি ডের শিষ্যরা। আর সেখানে পাকিস্তানের অবস্থান ২০১ নম্বরে। দুদলের মুখোমুখিতেও এগিয়ে রয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। এ পর্যন্ত মোট ১৭টি ম্যাচে একে অপরের মোকাবেলা করেছে। ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। পাকিস্তান জিতেছে পাঁচটি ম্যাচে। আর বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। আর আজ যে দল জিতবে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App