×

জাতীয়

২৭ ডিসেম্বর নির্বাচনের কথা ভাবছে ইসি: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৬ পিএম

২৭ ডিসেম্বর নির্বাচনের কথা ভাবছে ইসি: অর্থমন্ত্রী

ফাইল ছবি

২৭ ডিসেম্বর নির্বাচনের কথা ভাবছে ইসি: অর্থমন্ত্রী

ফাইল ছবি

২৭ ডিসেম্বর নির্বাচনের কথা ভাবছে ইসি: অর্থমন্ত্রী

আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে একথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কথা ভাবছে। এবার নির্বাচন সুষ্ঠু হবে। এজন্য সরকারও প্রস্তুতি নিচ্ছে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, নির্বাচন সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে বর্তমান সরকার কাঠামো ভেঙে নতুন সরকার কাঠামো গঠন করা হবে। স্বল্প পরিসরে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

মন্ত্রী বলেন, নতুন সরকার কাঠামো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।

এর আগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App