×

খেলা

'মেসিও নেই; ফিফার পুরস্কারের বিশ্বাসযোগ্যতাও নেই!'

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ পিএম

'মেসিও নেই; ফিফার পুরস্কারের বিশ্বাসযোগ্যতাও নেই!'
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে কোনো খেলোয়াড় সমালোচনামূলক উক্তি করলে তার মাশুল গুণতে হয়। কিন্তু আতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপে লুইসের তাতে যেন বয়েই গেছে। কোনো রাখঢাক না করেই তিনি বলে দিয়েছেন, ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির জায়গা না হওয়ায় এই পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তার মতে, মেসিই বিশ্বসেরা। লুইস বলেছেন, 'পুরস্কারটা বিশ্বের সেরা খেলোয়াড়ের। আমার মতে, আগের বছরগুলোর মতো আজকেও বিশ্বের সেরা ফুটবলার মেসি। যখন সে এতে থাকে না, তখন তা বিশ্বাসযোগ্যতা হারায়। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগ কে জিতল তাতে কোনো কিছু যায় আসে না। সেই সেরা।' গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ডাবল, লা লিগা ও কোপা দেল রে জয়ে বড় অবদান রাখেন মেসি। তারপরেও ফিফার শর্টলিস্টে জায়গা হয়নি তার!আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে তিন জনের তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহামেদ সালাহ। শুধু মেসিই নয়, বর্ষসেরার তালিকায় জায়গা হয়নি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের কোনো সদস্যের! তাই গ্রিজম্যান এই তালিকাকে 'উদ্ভট' বলেছেন। এখন দেখার বিষয়, ফুটবলারদের এসব মন্তব্য শুনে ফিফা কী পদক্ষেপ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App