×

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে সার খেয়ে মারা গেল চার গরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৫ পিএম

নাইক্ষ্যংছড়িতে সার খেয়ে মারা গেল চার গরু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সার খেয়ে চার গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার ইউনিয়নের ১১ নম্বর রাবার বাগানের পাশে আবদুল খালেকের রাবার বাগানে। মৃত গরুগুলোর মালিক ৮নং ওয়ার্ডের দৈয়ারবাপের মার্মাপাড়া গ্রামের বাসিন্দা মিপা মার্মা, পোয়াং মার্মা ও মাইয়াছিং মার্মা। গরুর মৃত্যুতে সার চুরির ঘটনা প্রকাশ পায়। গরু চড়াতে যাওয়া প্রত্যক্ষদর্শী রাখাল মাছিনু মার্মা, মাজাইও মার্মা ও মেওয়াইচিং মার্মা জানান, বাগানে সার দিতে যাওয়া শ্রমিকরা মালিকের অগোচরে কিছু সার পলিথিনে মুড়িয়ে জঙ্গলে লুকিয়ে রাখেন। ভুল করে ওই সার খাওয়ার পর গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। পশু ডাক্তার ডাকা হলেও কোনো কাজ হয়নি। এ ছাড়া সার খাওয়া আরো দুটি গরু অসুস্থ অবস্থায় রয়েছে। অসুস্থ গরু দুটির মালিক মামেছিং মার্মা। মৃত গরুর মালিকরা জানান, একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে তারা এখন অসহায়। এ গরু দিয়ে তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানান। উপজাতীয় নেতা বাবু নিউলামং মার্মা জানান, অসতকর্তার সঙ্গে সার প্রয়োগ এবং বাগানে ম্যানেজার অনুপস্থিত থাকায় শ্রমিকরা সার লুকানোর সুযোগ পেয়েছেন। তিনি বাগানে নিয়োজিত সংশ্লিষ্টদেরও দায়ি করেছেন। এ ছাড়া তিনি বিষয়টি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুল ইসলামকে অবহিত করেছেন বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App