×

জাতীয়

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৬ পিএম

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি বরখাস্ত
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ২৯ আগস্ট উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। সোমবার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এই প্রজ্ঞাপনের কপি হাতে পেয়ে সংশ্লিষ্ট দফতরে প্রদান করেন। সাবিরা নাজমুল মুন্নি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে ছয় বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায়ে আদালত মুন্নির এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন। মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মামলাটি ২০০৯ সালে করা হয়েছিল। গত ১২ জুলাই রায় ঘোষণার সময় মুন্নি আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালতে আত্মসমর্পণ করে তিনি এই মামলা থেকে জামিন নেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাবিরা সুলতানা গত ১২ জুলাই দুর্নীতি দমন আইনে ৬ বছরের কারাদণ্ডসহ আর্থিকভাবে দণ্ডিত হওয়ায় তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো। একই কর্মকর্তা স্বাক্ষরিত অপর স্মারকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) নাহিদ আক্তারকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App