×

আন্তর্জাতিক

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯ এএম

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে ১ সেপ্টেম্বর শনিবার লং আইল্যান্ডে হেকশেয়ার স্টেট পার্কে। প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার অংশ নেন। এ ছাড়া শুভানুধ্যায়ী কয়েকজনও অংশ নিয়েছিলেন বনভোজনে। বনভোজনটি ছিল উপভোগ্য। নারীদের হাঁড়ি ভাঙা খেলা, পুরুষদের পেনাল্টি কিক মারা এবং সদস্যদের সঙ্গীত প্রতিযোগিতা ছিল আনন্দ-উচ্ছাসপূর্ণ। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সামসুন্নাহর নিম্মি, দ্বিতীয় মোহাম্মদ সাঈদ এবং তৃতীয় দিমিত্রা এথিনা। বিজয়ীদের দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা হলেন দর্পণ কবীর, বেলাল আহমেদ, মনজুরুল হক মনজু, মশিউর রহমান,তোফাজ্জল হোসেন লিটন, এবিএম সিদ্দিক, শাহাব উদ্দিন সাগর ও মো: মশিউর রহমান। ফুটবলের পেনাল্টি কিক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শওকত ওসমান রচি। এ ছাড়া নামমাত্র মূল্যে র‌্যাফেল ড্র’র পুরস্কার হিসাবে রঙিন টিভি ও আইফোন-৬ এস প্রদান করা হয়েছে। প্রাইভেট কারে নয়, বাসে চড়ে একসঙ্গে আনন্দ-উল্লাস করে বনভোজনে গিয়েছিলেন প্রেসক্লাবের সদস্য পরিবার-পরিজন। বাস ছেড়েছিল জ্যাকসন হাইটস এলাকা থেকে। নাগরিক কোলাহল ছেড়ে নির্জনতায় তারা ডুবেছিলেন আনন্দ-উল্লাস আর সঙ্গীতের মূচর্ছনায়। বনভোজনে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি। তিনি মাতিয়ে রাখেন সমবেত সঙ্গীত পিপাসুদের। অনুষ্ঠানে আগত সকলের মাঝে দুপুরে ‘প্রিমিয়াম সুইটস’ এর সুস্বাধু খাবার পরিবেশন করা হয়। বিকেলে সকলের জন্যে ছিলো ঝাল-মুড়ি ও মিস্টি। এই বনভোজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সাঈদ ও সামসুন্নাহার নিম্মি। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন কণ্ঠশিল্পী মাহাবুবুল ফিরোজ এবং মিসেস মঈন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এটর্নী মঈন চৌধুরী। তিনি শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি সঙ্গীতও পরিবেশন করেন। এ ছাড়া বনভোজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটির এটর্নী জেনারেল পদে প্রার্থী (প্রাইমারীতে ডেমক্রেট প্রার্থী) লেসিয়া ইভ। বনভোজন সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন এটর্নী মঈন চৌধুরী, ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু, রিয়েল এস্টেট ইনভেস্টর মোঃ আনোয়ার হোসেন ও নুরুল আজিম, ব্যবসায়ী জেড আর চৌধুরী লিটু, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব এবং খামার বাড়ি গ্রুপের অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App