×

তথ্যপ্রযুক্তি

আইফোন রিসেট দেয়ার কৌশল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫২ পিএম

আইফোন রিসেট দেয়ার কৌশল
আইফোন স্লো হলে বা স্টোরেজ ফুল হলে ডিভাইস রিসেট করা হয়। এই রিসেট করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সঠিক ধারণা না থাকায় রিসেট দিতে গিয়ে বিপত্তিও ঘটে। একবার রিসেট হলে সেই ডেটা যে আর কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব না তা আইফোন রিসেট দেয়ার আগে জেনে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। তাই রিসেট দেওয়ার আগে গুরুত্বপূর্ণ সব ডেটা কম্পিউটারে ব্যাকআপ নিয়ে রাখা প্রয়োজন।আইফোন রিসেট করবেন যেভাবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হল। প্রথমে আইফোনের Settings থেকে General অপশন থেকে Reset এ যেতে হবে।তারপর সেখান থেকে ‘Erase All Content and Settings’ এ ট্যাপ করতে হবে।এরপরে সব ডেটা ব্যাকআপ নেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে। যদি ব‍্যাকআপ করতে চান তাহলে ‘Back Up Then Erase’ এ ট্যাপ করতে হবে।ব্যাকআপ না নিতে চাইলে ‘Erase Now’ অপশনে ট্যাপ করুন।এবার আইফোন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি সঠিকভাবে দিলেই আপনার iPhone রিসেট হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App