×

জাতীয়

বিষাক্ত কীটনাশকে ক্ষেত বিনষ্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৭ পিএম

বিষাক্ত কীটনাশকে ক্ষেত বিনষ্ট
দিনাজপুর জেলার বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার মধ্যবর্তী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ১৩ বিঘা জমির রোপা আমন ধানের ক্ষেত বিনষ্ট করে দিয়েছে। বর্তমানে ওই জমির ধানগাছ শুকিয়ে মরে যাচ্ছে। অভিযোগে প্রকাশ, ফুলবাড়ী উপজেলার গড়ডিংলাই গ্রামের ইব্রাহিমের পুত্র হবিবর রহমান গড়পিংলাই মৌজার ৪ একর ৪৩ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। এ বছর ওই জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। কিন্তু হঠাৎ করে জমিটি দখলে নিতে একই গ্রামের নজমুল, স্বাধীন মিয়া, আলমগীর, হীরা, মোকছেদ আলী, মাহবুব আলম, রওশন, মোকলেছ, খিজিরসহ ১০-১১ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল করতে আসে। হবিবর রহমানের লোকজন বাধা দিলে তারা বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে হবিবর রহমান ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার পর থেকে হবিবর রহমানের জমির ধান ক্রমাগতভাবে মরে যেতে শুরু করে। হবিবর রহমানের দাবি জমির জবর দখল নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা তার জমিতে বিষাক্ত কীটনাশক দিয়ে ধান মেরে ফেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App