×

আন্তর্জাতিক

বানিয়ে বানিয়ে কথা বলেন ট্রাম্প: জন কেরি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২ পিএম

বানিয়ে বানিয়ে কথা বলেন ট্রাম্প: জন কেরি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বানিয়ে কথা বলেন এবং প্রায় সময় তিনি সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন না। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে সবচেয়ে খারাপ চুক্তি বলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছেন সে সম্পর্কে কেরি এ কথা বললেন। ট্রাম্প পরমাণু সমঝোতাকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর বলে তা থেকে বেরিয়ে গেছেন। ২০১৫ সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জন কেরি। কেরি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলছি, দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় ট্রাম্প কী বলেন তা তিনি নিজেও ঠিক জানেন না।’ কেরি আরো বলেন, ‘ট্রাম্প বানিয়ে কথা বলেন এবং অন্যান্য জিনিস তিনি যেভাবে তৈরি করেন তেমনি তিনি কথা বানান।’ সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে সাবেক মার্কিন শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন। রবিবার তার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। গত মে মাসে কেরিকে আক্রমণ করে ট্রাম্প টুইটারে পোস্ট দিয়েছিলেন। সে সম্পর্কে কেরি কোনো জবাব দিয়েছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এখনো জবাব দেইনি। আমি মনে করি, অসৎ টুইটের চেয়ে যুক্তরাষ্ট্র ও আমাদের গণতন্ত্র অনেক বেশি চিন্তাশীল।’ তিনি আরো বলেন, ট্রাম্পের ভূমিকার কারণে আন্তর্জাতিক পরমাণু নীতি বাধাগ্রস্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App