×

জাতীয়

কাউনিয়ায় ফের নদীভাঙন, ১০ পরিবার নিঃস্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:০১ পিএম

কাউনিয়ায় ফের নদীভাঙন, ১০ পরিবার নিঃস্ব
কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙন থামছেই না। একের পর এক জমি, বাড়ি, ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার। সর্বশেষ বালাপাড়া ইউনিয়নের ঢুসমারা চরে তিস্তার ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১০টি পরিবার। সরেজমিন ঢুসমারা চরে গিয়ে দেখা গেছে, কিছু দিন আগে ১৬টি পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে। সর্বশেষ আরো ১০টি পরিবার ভাঙনের শিকার হয়। নদীভাঙা পরিবারগুলো হচ্ছেÑ আবুল কাশেমের ছেলে আ. সালাম, শাহ আলমের স্ত্রী রহিমা, হাসেন আলীর ছেলে সাইয়েদুল, সোলেমানের ছেলে মতিয়ার, আ. বারেকের স্ত্রী সুলতানা, হাফেজ উদ্দিনের ছেলে আ. কুদ্দুছ, আ. সোবহানের ছেলে আফজাল হোসেন, আজিম উদ্দিনের ছেলে হযরত আলী, ইয়াজ উদ্দিনের ছেলে জিয়ারুল। নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের জন্য এলাকার সাধারণ মানুষ মানববন্ধন ও স্মারকলিপিসহ বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। একের পর এক বাড়ি, ফসলি জমি গিলে খাচ্ছে তিস্তা। নদীভাঙনের ব্যাপারে বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, ঢুসমারা চরে নতুন করে ১০-১২টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আ. জানান, ইতোমধ্যে নদীভাঙা ৩৫টি পরিবারকে টিন ও টাকা প্রদান করা হয়েছে। বর্তমানে যেগুলো ভাঙনের শিকার হয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা জানান, নতুন করে নদীভাঙনের কথা শুনেছি। তালিকা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীভাঙা পরিবারগুলো সরকারি সহযোগিতার অপেক্ষায় প্রহর গুনছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App