×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে ‘ম্যাজিক ২’ নামে ফোনটি পুরোপুরি বেজেলহীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ পিএম

হুয়াওয়ে ‘ম্যাজিক ২’ নামে ফোনটি পুরোপুরি বেজেলহীন
জার্মানির রাজধানী বার্লিনে কনজিউমারস ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েন্স শো আইএফএ ২০১৮ তে চমক দেখালো হুয়াওয়ে।প্রতিষ্ঠানটি সাব-ব্র্যান্ড অনারের বেজেলহীন নতুন ফোন প্রদর্শিত হয়েছে এই আয়োজনে।‘ম্যাজিক ২’ নামে ফোনটি পুরোপুরি বেজেলহীন, নেই কোন নচ। তাই সামনের ক্যামেরার মডিউল ও সেন্সরগুলো বসানো হয়েছে স্লাইডারের ভেতরে। ঠিক একই প্রযুক্তি পূর্বে দেখা যায় অপ্পো ফাইন্ড এক্স ডিভাইসে।ম্যাজিক ২ ডিভাইসে স্লাইডের কারণে বডির সঙ্গে পর্দার অনুপাত হবে প্রায় ১০০ শতাংশ। যেখানে অপ্পো ফাইন্ড এক্সের ছিল ৯৪ শতাংশ। এই ক্ষেত্রে অপ্পো থেকে একধাপ এগিয়ে রইলো হুয়াওয়ে। বর্তমানে প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ পি২০ প্রো ডিভাইসে কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহার করা হচ্ছে। কিন্তু ম্যাজিক ২ ডিভাইসটিতে হুয়াওয়ের নতুন কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হবে।ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। আইএফএ ২০১৮ সংবাদ সম্মেলনে সংক্ষিপ্তভাবে প্রোটোটাইপ ডিভাইসটি দেখিয়েছে হুয়াওয়ে।মূল্য বা কবে নাগাদ গ্রাহকরা হাতে পারবেন তাও বলা হয়নি। ধারণা করা হচ্ছে, দুই মাসের মধ্যে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App