×

জাতীয়

সিস্টেম লস নিরূপণে বিশেষজ্ঞ কারিগরি কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬ এএম

সিস্টেম লস নিরূপণে বিশেষজ্ঞ কারিগরি কমিটি গঠন
পার্বতীপুরে বড়পুকুরিয়া খনিতে কয়লার পদ্ধতিগত লোকসান সিস্টেম লস নিরূপণের জন্য পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মাহবুব ছরোয়ারকে আহবায়ক করে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) উচ্চপর্যায়ের এ বিশেষজ্ঞ কারিগরি কমিটি গঠন করে। কয়লা উধাও বা পদ্ধতিগত লোকসানের ঘটনা তদন্তে এর আগে তিনটি কমিটি গঠন করা হলেও বিশেষজ্ঞ কারিগরি কমিটি এটিই প্রথম। কমিটির অপর সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক চৌধুরী কামরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক (খনি ও খনিজ/পরিকল্পনা) মকবুল-ই-ইলাহী, পিজিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামসুদ্দীন, বাংলাদেশ ভূতাত্তি¡ক জরিপ অধিদপ্তরের পরিচালক (ভ‚তত্ত¡) মো. আলী আকবর এবং কমিটির সদস্য সচিব পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) এস এম হাবিবুর রহমান। গত ২৮ আগস্ট পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মোস্তফা কামাল স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, কমিটি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃক কয়লা উত্তোলন থেকে সরবরাহ পর্যন্ত সিস্টেম লস আছে কিনা এবং থাকলে কি পরিমাণ হতে পারে তা নির্ধারণপূর্বক মতামত বা পরামর্শ প্রদান করবে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে এ বিষয়ে মতামত/পরামর্শসহ পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কয়লার অভাবে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হলে গত ১৯ জুলাই খনির ইয়ার্ড থেকে প্রায় ২৩০ কোটি টাকার ১ লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও/পদ্ধতিগত লোকসান হওয়ার ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও উপমহাব্যবস্থাপক (স্টোর) খালেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। খনি কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়াকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জে বদলি করা হয়। খনির এই চার উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ১৯ কর্মকর্তার নামে দুর্নীতি দমন আইনে গত ২৪ জুলাই পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার উপপরিচালক শামসুল আলম। দুদক খনির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান ও আমিনুজ্জামান এবং মামলায় অভিযুক্ত ১৯ কর্মকর্তাসহ ২১ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। গত ৩০ আগস্ট পর্যন্ত দুদক কয়লা খনির সাবেক ও বর্তমান ৩০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App