×

আন্তর্জাতিক

সিরিয়ার বিমান ঘাঁটিতে বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০ পিএম

সিরিয়ার বিমান ঘাঁটিতে বিস্ফোরণ
সিরিয়ার বিমান ঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে দামেস্ক সমর্থিত আঞ্চলিক জোটের এক কর্মকর্তা এ হামলার জন্য দায়ী করেছে ইসরালয়কে। রবিবার (২ সেপ্টেম্বর) ভোরে সিরিয়ার বিমান ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলছে, দামেস্কের পাশে মেজ্জে বিমান ঘাঁটিতে ‘ইসরায়েলি আক্রমণের’ ঘটনা ঘটেনি। তবে আঞ্চলিক জোটের কর্মকর্তা বলছেন, গোলান মালভূমি সীমান্ত থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। যুদ্ধ পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি, বিস্ফোরণের জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করছে। তারা বলছেন, এ হামলার কারণে হতাহতের শঙ্কাও রয়েছে। ইসরায়েল অবশ্য এর আগেও সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। লেবাননভিত্তিক হিজবুল্লাহ গ্রুপ, ইরান ও তার মিত্রদের লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছিল ইসরাইল। তবে এ বিস্ফোরণের ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এর আগে চলতি বছরের মে মাসে সিরিয়ায় ইরানের সব সামরিক অবকাঠামোতে আক্রমণের ঘোষণা দেয় ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App