×

জাতীয়

সংবিধানে ফের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চায় বিএনপি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ পিএম

সংবিধানে ফের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চায় বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনরায় সংযোজন করার দাবি জানিয়েছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সংবিধান সংশোধন করা যায়, যেমনটি ক্ষমতাসীনরা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কীভাবে বাদ দিয়েছেন, আপনারা যেভাবে বাদ দিয়েছেন ঠিক সেভাবেই আবার তা সংবিধানের সংযোজন করা সম্ভব।’ সরকার ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র করছে, অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘যতই অপচেষ্টা করুন না কেন, আপনাদের এবার বিদায় নিতেই হবে।’ তিনি বলেন, ‘জনগণের ভোট জনগণ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। তার অধীনে নির্বাচনের অর্থই হচ্ছে ভোটারদের ভোটাধিকারহরণ।’ ‘জালিয়াতির মেশিন ইভিএম ব্যবহার নিয়ে নীলনকশা বন্ধ করুন। ইভিএমের মাধ্যমে শুভঙ্করের ফাঁকি দিয়ে তিনি বাজিমাত করতে চান। তবে তার দুরভিসন্ধি জনগণের কাছে ধরা পড়ে গেছে। ভোট ডাকাতির বিপক্ষে ও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষেই বাংলাদেশের জনগণ’, বলেন রুহুল কবির রিজভী। আগামী নির্বাচনে বিএনপির ছয় দফার দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়ার জবাবে রুহুল করিব রিজভী বলেন, ‘তার বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জনগণ আওয়ামী লীগের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। গতকালের জনসভায় বিপুল মানুষের সমাগমেই প্রমাণিত হয়েছে জনগণ এ সরকারকে আর চায় না।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করছে সরকার। তিনি একের পর এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। সরকারের নির্দেশেই বেগম জিয়া কারাগারে আটকে আছে। বেগম জিয়া সুবিচারে নয় প্রতিহিংসামূলক সরকারি বিচারে কারাবন্দি। তার কারাবন্দিত্ব শুধুমাত্র সরকারের প্রতিহিংসার শিকারে।’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী দলটির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, বাড়িতে-বাড়িতে হানা ও কর্মসূচিস্থলে আসার পথে ব্যাপকভাবে বাধা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App