×

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৯ পিএম

পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাই কোর্টে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি তাহিরা সাফদার। দেশটির হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শনিবার তিনি এ শপথ নেন। বেলুচিস্তানের গভর্নর হাউসে তার শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে হাই কোর্টের জ্যেষ্ঠ বিচারক ও আইজীবীরা উপস্থিত ছিলেন। ১৯৮২ সালে বেলুচিস্তান প্রদেশের দেওয়ানী আদালতের প্রথম বিচারক হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েন তাহিরা সরফদার। বর্তমানে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগের বিচারে গঠিতএকটি বিশেষ আদালতের সদস্য। ২০০৭ সালের ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন মুশাররফ। এ ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহীতার বিচার চলছে তিন সদস্যের এ আদালতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App