×

জাতীয়

দিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৫ পিএম

দিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। ৩ থেকে ৮ সেপ্টেম্বর এ সম্মেলন হবে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিজিবি এবং বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন নয়াদিল্লিতে হবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। ভারতের পক্ষে বিএসএফের মহাপরিচালক কে কে শর্মাসহ ২০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। এবারের সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহতের ঘটনা, আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য চোরাচালান, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য চোরাচালান, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার-আটকের ঘটনা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম/বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা, জয়েন্ট রিট্রিট সিরিমনির ভেন্যুসমূহে দর্শকদের জন্য সীমান্তের দুই পাশে একই ধরনের গ্যালারি নির্মাণ, সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’ এর আওতা বৃদ্ধিসহ আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App