×

জাতীয়

কাগজের কন্টেইনারে বালুমাটি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ পিএম

কাগজের কন্টেইনারে বালুমাটি!
ঘোষণা ছিল ‘ডাবল এ ফোর’ কাগজের। কিন্তু তার পরিবর্তে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি এসেছে বালুমাটি। গতকাল শনিবার বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে একটি কনটেইনার খুলে শতভাগ কায়িক পরীক্ষায় বস্তা ভর্তি বালুমাটি দেখতে পান কাস্টম কর্মকর্তারা। এ ঘটনায় বিদেশে অর্থ পাচারের সন্দেহ কাস্টম কর্মকর্তাদের। চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ শাখার উপকমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, শতভাগ কায়িক পরীক্ষার জন্য ২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনারটি খোলা হলে বস্তা ভর্তি ১৯ হাজার ৬৫৬ কেজি ‘ডাবল এ ফোর’ কাগজের বদলে বালুমাটি পাওয়া যায়। এসব বালুমাটির নমুনা পরীক্ষা করা হবে। এ ঘটনায় বিদেশে অর্থ পাচারের কোনো ঘটনা ঘটেছে কিনা সেজন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদনের ওপর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রগ্রেস ইমপেক্স লিমিটেড চীন থেকে ‘ডাবল এ ফোর’ কাগজ আমদানি করে। চীনের তিয়েনজিংগ্যাং বন্দর থেকে ‘হ্যাপি বি’ নামের ওই জাহাজটি ২৬ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট চট্টগ্রামের এসএজেড ট্রেড ইন্টারন্যাশনাল গত ২৮ আগস্ট এ ফোর সাইজ কাগজ ছাড়ের চেষ্টা করেন। চালানটির শুল্কায়ন ভ্যালু ছিল ১২ লাখ ৯৩ হাজার ৪১০ টাকা। এর ভিত্তিতে শুল্ক বাবদ ৭ লাখ ৮৮ হাজার ৩৭২ টাকা পরিশোধ করা হয় কাস্টম হাউসের অনুক‚লে। বালুমাটির মধ্যে কোনো রাসায়নিক পদার্থ রয়েছে কিনা সেজন্য নমুনা পরীক্ষা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App