×

আন্তর্জাতিক

ইইউ'র সঙ্গে ব্রেক্সিট নিয়ে আপস নয় : থেরেসা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৭ পিএম

ইইউ'র সঙ্গে ব্রেক্সিট নিয়ে আপস নয় : থেরেসা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রেক্সিট সম্পর্কিত ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়া ইইউ'র সঙ্গে এ ব্যাপারে সমঝোতায় না যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আলোচনায় ইইউ যদি তার ব্রেক্সিট পরিকল্পনা ভেস্তে দিতে চায়, তাহলে তাদের সেই চেষ্টা সফল হবে না। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় স্বার্থের অনুকূল না হওয়ায় ব্রেক্সিট চুক্তির বিষয়ে তাকে কোনো ধরনের চাপ দেওয়া হবে না বলে বিশ্বাস করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই চুক্তি প্রত্যাহারের ব্যাপারে দ্বিতীয়বার গণভোট আহ্বানের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন থেরেসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App