ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ ফিরোজ মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার সকালে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ মোল্লা ফরিদপুর জেলার ভাটিকানাইপুর গ্রামের ফজলু মোল্লার ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালায় র্যাব। অভিযানে ফিরোজ মোল্লাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা পিকআপ ভর্তি ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।