×

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে ‘অপো এফ নাইন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ০৫:০৬ পিএম

দেশের বাজারে ‘অপো এফ নাইন’
বাংলাদেশের বাজারে আসলো বুক( ভিওওসি) ফ্ল্যাশ চার্জ ও গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইনের অপো এফ নাইন। এই প্রযুক্তির ফোনটির সুবিধা হলো এটি মাত্র পাঁচ মিনিট চার্জ দিয়ে কথা বলা যাবে প্রায় দুই ঘন্টা। ফোনটির আরেকটি বিশেষত্ব হলো এটিতে ফাইভ লেয়ারের নিরাপত্তার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে ফোনটি উদ্বোধন করে অপো বাংলাদেশ। এ সময় অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং এবং অপোর দেশীয় ব্র্যান্ড অ্যাম্বাসেড ক্রিকেটার তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন। টুয়ালাইট ব্লু রঙে’র অপো এফ নাইন । ছবি ম্যাঙ্গোটিভি ফোনটিতে প্রথমবারের মতো ৬.৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ ব্যবহার করা হয়েছে। এবং ডিজাইন, ৯০.৮% উচ্চ অনুপাতের স্ক্রিন। এছাড়াও ৩৫০০ এমএইচ ব্যাটারীর ফোনটিতে অনন্য সব ফিচারসহ অপো এফ নাইন-এ থাকছে অসাধারণ সব সেলফি ফাংশন। বাংলাদেশে এফ নাইন  নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ নাইন এখন বাংলাদেশে। বাংলাদেশের বাজারে এফ নাইন, অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।’ উদ্বোধন অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং এবং অপোর দেশীয় ব্র্যান্ড অ্যাম্বাসেড ক্রিকেটার তাসকিন আহমেদ, প্রিয়া বিপাশা ও আহমেদ সানিসহ অন্যরা। ফোনটিতে আছে ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবং নচ ডিসপ্লে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের ফোনের দাম ২৮ হাজার ৯৯০ টাকা। ৩১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ভার্সনে অপো এফ নাইন। জনপ্রিয় অপো’র এফ সিরিজের সর্বশেষ আকর্ষণ ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন। গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা দিতে অপো’র উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে এফ নাইন হ্যান্ডসেটটি সাজানো হয়েছে। গ্র্যাডিয়েন্ট কালার সম্ভার- সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু এবং স্ট্যারি পার্পল রঙে ৩১ আগস্ট থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। গ্রামীণফোনের গ্রাহকরা ফোনটি কিনে ব্যবহার করলে পাবেন ৫ জিবি মোবাইল ডাটা ফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App